২২

          যখন আমায় হাতে ধরে

              আদর করে

          ডাকলে তুমি আপন পাশে,

          রাত্রিদিবস ছিলেম ত্রাসে

পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই,

          চলতে গিয়ে নিজের পথে

          যদি আপন ইচ্ছামতে

     কোনো দিকে এক পা বাড়াই ,

পাছে বিরাগ-কুশাঙ্কুরের একটি কাঁটা একটু মাড়াই।

 

              মুক্তি, এবার মুক্তি আজি

                     উঠল বাজি

              অনাদরের কঠিন ঘায়ে

     অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গাঁয়ে।

     ওরে ছুটি, এবার ছুটি , এই যে আমার হল ছুটি,

              ভাঙল আমার মানের খুঁটি,

              খসল বেড়ি হাতে পায়ে ;

                     এই যে এবার

                     দেবার নেবার

              পথ খোলসা ডাইনে বাঁয়ে।

 

এতদিনে আবার মোরে

            বিষম জোরে

       ডাক দিয়েছে আকাশ পাতাল।

       লাঞ্ছিতেরে কে রে থামায়?

            ঘর-ছাড়ানো বাতাস আমায়

                    মুক্তি-মদে করল মাতাল।

            খসে-পড়া তারার সাথে

                   নিশীথরাতে

            ঝাঁপ দিয়েছি অতলপানে

                   মরণ-টানে।