বলাকা

          আমি-যে সেই বৈশাখী মেঘ বাঁধনছাড়া,

              ঝড় তাহারে দিল তাড়া ;

     সন্ধ্যারবির স্বর্ণকিরীট ফেলে দিল অস্তপারে,

          বজ্রমানিক দুলিয়ে নিল গলার হারে ;

              একলা আপন তেজে

                   ছুটল সে-যে

              অনাদরের মুক্তিপথের ’পরে

          তোমার চরণধুলায়-রঙিন চরম সমাদরে।

 

              গর্ভ ছেড়ে মাটির ’পরে

                   যখন পড়ে

          তখন ছেলে দেখে আপন মাকে।

              তোমার আদর যখন ঢাকে

              জড়িয়ে থাকি তারি নাড়ীর পাকে,

              তখন তোমায় নাহি জানি।

                   আঘাত হানি

     তোমারি আচ্ছাদন হতে যেদিন দূরে ফেলাও টানি

              সে-বিচ্ছেদে চেতনা দেয় আনি,

                     দেখি বদনখানি।