বলাকা

           জুঁই চাঁপা বকুল পারুল

              পথে পথে

          তোমার ঋতুর থালি হতে।

শুধু ধাও, শুধু ধাও, শুধু বেগে ধাও

               উদ্দাম উধাও ;

                ফিরে নাহি চাও,

যা - কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও।

     কুড়ায়ে লও না কিছু, কর না সঞ্চয় ;

           নাই শোক, নাই ভয়,

পথের আনন্দবেগে অবাধে পাথেয় করো ক্ষয়।

 

যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই,

               তুমি তাই

              পবিত্র সদাই।

তোমার চরণস্পর্শে বিশ্বধূলি

              মলিনতা যায় ভুলি

          পলকে পলকে—

মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে।

         যদি তুমি মুহূর্তের তরে

              ক্লান্তিভরে

              দাঁড়াও থমকি,

              তখনি চমকি

উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে ;

          পঙ্গু মূক কবন্ধ বধির আঁধা

              স্থুলতনু ভয়ংকরী বাধা

সবারে ঠেকায়ে দিয়ে দাঁড়াইবে পথে ;

     অণুতম পরমাণু আপনার ভারে

          সঞ্চয়ের অচল বিকারে

          বিদ্ধ হবে আকাশের মর্মমূলে

              কলুষের বেদনার শূলে।

              ওগো নটী, চঞ্চল অপ্সরী,

                        অলক্ষ্য সুন্দরী