কল্পনা

            আগের কাজ আগে তো তুমি সারো,

            পরের কথা ভাবিয়ো পরে আরো,’

 

  আঁধার দেখে রাজার কথা শুনি,

     যতনভরে আনিল তবে মন্ত্রী

যেখানে যত আছিল জ্ঞানীগুণী

     দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী।

বসিল সবে চশমা চোখে আঁটি,

     ফুরায়ে গেল উনিশ পিপে নস্য।

অনেক ভেবে কহিল, ‘গেলে মাটি

     ধরায় তবে কোথায় হবে শস্য? '

  কহিল রাজা, ‘তাই যদি না হবে,

            পণ্ডিতেরা রয়েছ কেন তবে?’

 

সকলে মিলি যুক্তি করি শেষে

       কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ,

ঝাঁটের চোটে পথের ধুলা এসে

       ভরিয়ে দিল রাজার মুখ ও বক্ষ।

ধুলায় কেহ মেলিতে নারে চোখ,

       ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য।

ধুলার বেগে কাশিয়া মরে লোক,

       ধুলার মাঝে নগর হল উহ্য।

            কহিল রাজা, ‘করিতে ধুলা দূর,

            জগৎ হল ধুলায় ভরপুর!’

 

তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক

       মশক কাঁখে একুশ লাখ ভিস্তি।

পুকুরে বিলে রহিল শুধু পাঁক,

       নদীর জলে নাহিকো চলে কিস্তি।

জলের জীব মরিল জল বিনা,

       ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা—

পাঁকের তলে মজিল বেচা-কিনা,

       সর্দিজ্বরে উজাড় হল দেশটা।