কল্পনা

            নিজের দুটি চরণ ঢাকো, তবে

            ধরণী আর ঢাকিতে নাহি হবে।’

 

কহিল রাজা, ‘এত কি হবে সিধে,

       ভাবিয়া ম’ল সকল দেশ-সুদ্ধ!’

মন্ত্রী কহে, ‘বেটারে শূল বিঁধে

        কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ।’

রাজার পদ চর্ম-আবরণে

       ঢাকিল বুড়া বসিয়া পদোপান্তে।

মন্ত্রী কহে, ‘আমারো ছিল মনে—

       কেমনে বেটা পেরেছে সেটা জানতে।’

            সেদিন হতে চলিল জুতা পরা—

            বাঁচিল গোবু রক্ষা পেল ধরা।