মানসী
       প্রেম দিলে সবে নিকটে আসিবে
                তোমারে আপন জেনে।
       কিন্তু জানিয়ো আলোক কখনো
               থাকে না তো ছায়া বিনা,
       ঘৃণার টানেও কেহ বা আসিবে,
               তুমি করিয়ো না ঘৃণা!
       এতই কোমল মানবের মন
                এমনি পরের বশ,
       নিষ্ঠুর বাণে সে প্রাণ ব্যথিতে
                কিছুই নাহিক যশ।
       তীক্ষ্ম হাসিতে বাহিরে শোণিত,
                বচনে অশ্রু উঠে,
       নয়নকোণের চাহনি-ছুরিতে
                মর্মতন্তু টুটে।
       সান্ত্বনা দেওয়া নহে তো সহজ,
                দিতে হয় সারা প্রাণ,
        মানবমনের অনল নিভাতে
                আপনারে বলিদান।
        ঘৃণা জ্বলে মরে আপনার বিষে,
                রহে না সে চিরদিন—
        অমর হইতে চাহ যদি, জেনো
                প্রেম সে মরণহীন।
        তুমিও রবে না, আমিও রব না,
                দু দিনের দেখা ভবে—
        প্রাণ খুলে প্রেম দিতে পারো যদি
                 তাহা চিরদিন রবে।

 

        দুর্বল মোরা, কত ভুল করি,
               অপূর্ণ সব কাজ।
        নেহারি আপন ক্ষুদ্র ক্ষমতা
                আপনি যে পাই লাজ।
        তা বলে যা পারি তাও করিব না?