মানসী
মর্মকুসুম মম—
আসিছে পান্থ, যেতেছে লইয়া
স্মরণচিহ্নসম।
কোনো ফুল যাবে দু দিনে ঝরিয়া,
কোনো ফুল বেঁচে রবে—
কোনো ছোটো ফুল আজিকার
কথা
কালিকার কানে কবে।
তুমি কেন, ভাই, বিমুখ
এমন—
নয়নে কঠোর হাসি।
দূর হতে যেন ফুঁষিছ সবেগে
উপেক্ষা রাশি রাশি—
কঠিন বচন জরিছে অধরে
উপহাস হলাহলে,
লেখনীর মুখে করিতে দগ্ধ
ঘৃণার অনল জ্বলে।
ভালোবেসে যাহা ফুটেছে
পরানে,
সবার লাগিবে ভালো,
যে জ্যোতি হরিছে আমার আঁধার
সবারে দিবে সে আলো—
অন্তরমাঝে সবাই সমান,
বাহিরে
প্রভেদ ভবে,
একের বেদনা
করুণাপ্রবাহে
সান্ত্বনা দিবে সবে।
এই মনে করে
ভালোবেসে আমি
দিয়েছিনু উপহার—
ভালো নাহি
লাগে ফেলে যাবে চলে,
কিসের ভাবনা তার!
তোমার দেবার যদি কিছু থাকে
তুমিও দাও-না এনে।