সুরদাসের প্রার্থনা
    ঢাকো ঢাকো মুখ টানিয়া বসন,
          আমি কবি সুরদাস।
     দেবী, আসিয়াছি ভিক্ষা মাগিতে,
          পুরাতে হইবে আশ!
     অতি অসহন বহ্নিদহন
     মর্মমাঝারে করি যে বহন,
     কলঙ্করাহু প্রতি পলে পলে
          জীবন করিছে  গ্রাস।
     পবিত্র তুমি, নির্মল তুমি,
          তুমি দেবী, তুমি সতী—
     কুৎসিত দীন অধম পামর
          পঙ্কিল আমি অতি।

 

     তুমিই লক্ষ্মী, তুমিই শক্তি
     হৃদয়ে আমার পাঠাও ভক্তি—
     পাপের তিমির পুড়ে যায় জ্বলে
          কোথা সে পুণ্যজ্যোতি!
     দেবের করুণা মানবী-আকারে,
     আনন্দধারা বিশ্বমাঝারে,
     পতিতপাবনী গঙ্গা যেমন
          এলেন পাপীর কাজে—
     তোমার চরিত রবে নির্মল,
     তোমার ধর্ম রবে উজ্জ্বল,
     আমার এ পাপ করি দাও লীন
          তোমার পুণ্যমাঝে।

 

     তোমারে কহিব লজ্জাকাহিনী
          লজ্জা নাহিকো তায়।
     তোমার আভায় মলিন লজ্জা
          পলকে মিলায়ে যায়।