মানসী
       বচন-অতীত ভাবে ভরিছে হৃদয়,
          নয়নে উঠিছে অশ্রুজল,
       বিরহবিষাদ মোর গলিয়া ঝরিয়া
          ভিজায় বিশ্বের বক্ষস্থল।
     প্রশান্ত গভীর এই প্রকৃতির মাঝে
          আমার জীবন হয় হারা,
       মিশে যায় মহাপ্রাণসাগরের বুকে
          ধূলিম্লান পাপতাপধারা।

 

       শুধু জেগে উঠে প্রেম মঙ্গল মধুর,
          বেড়ে যায় জীবনের গতি,
       ধূলিধৌত দুঃখশোক শুভ্রশান্ত বেশে
          ধরে যেন আনন্দমুরতি।
       বন্ধন হারায়ে গিয়ে স্বার্থ ব্যাপ্ত হয়
          অবারিত জগতের মাঝে,
       বিশ্বের নিশ্বাস লাগি জীবনকুহরে
          মঙ্গল-আনন্দধ্বনি বাজে।