প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
আমা-পানে চাহিয়ে তোমার
আঁখিতে কাঁপিত প্রাণখানি।
আনন্দে বিষাদে
মেশা
সেই নয়নের নেশা
তুমি তো জান না তাহা, আমি তাহা জানি।
সে কি মনে পড়িবে তোমার—
ক্ষণিক বিরহ-অবসানে
কোনো কথা না রহিলে তবু
আজ তুমি দেখেও দেখ না,
দীপ জ্বেলে দীর্ঘ ছায়া লয়ে
এখন হয়েছে বহু কাজ,