প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
দুর্ভিক্ষ শ্রাবস্তীপুরে যবে
জাগিয়া উঠিল হাহারবে,
বুদ্ধ নিজভক্তগণে শুধালেন জনে জনে,
‘ ক্ষুধিতের অন্নদানসেবা
তোমরা লইবে বল কেবা?’
শুনি তাহা রত্নাকর শেঠ
করিয়া রহিল মাথা হেঁট।
কহিল সে কর জুড়ি, ‘ ক্ষুধার্ত বিশাল পুরী,
এর ক্ষুধা মিটাইব আমি
এমন ক্ষমতা নাই স্বামী!’
কহিল সামন্ত জয়সেন,
‘ যে আদেশ প্রভু করিছেন
তাহা লইতাম শিরে যদি মোর বুক চিরে
রক্ত দিলে হ’ত কোনো কাজ —
মোর ঘরে অন্ন কোথা আজ!’
নিশ্বাসিয়া কহে ধর্মপাল,
‘ কী কব, এমন দগ্ধ ভাল,
আমার সোনার খেত শুষিছে অজন্মা - প্রেত,
রাজকর জোগানো কঠিন —
হয়েছে অক্ষম দীনহীন।’