বিচ্ছেদের শান্তি
            সেই ভালো, তবে তুমি যাও।
      তবে আর কেন মিছে করুণনয়নে
             আমার মুখের পানে চাও?
      এ চোখে ভাসিছে জল,  এ শুধু মায়ার ছল,
              কেন কাঁদি তাও নাহি জানি।
      নীরব আঁধার রাতি,   তারকার ম্লানভাতি
             মোহ আনে বিদায়ের বাণী।
      নিশিশেষে দিবালোকে    এ জল রবে না চোখে,
                শান্ত হবে অধীর হৃদয়—
      জাগ্রত জগৎ-মাঝে   ধাইব আপন কাজে,
                 কাঁদিবার রবে না সময়।

 

      দেখেছি অনেক দিন   বন্ধন হয়েছে ক্ষীণ
           ছেঁড় নাই করুণার বশে।
      গানে লাগিত না সুর,   কাছে থেকে ছিলে দূর,
           যাও নাই কেবল আলসে।
      পরান ধরিয়া তবু   পারিতাম না তো কভু
           তোমা ছেড়ে করিতে গমন।
      প্রাণপণে কাছে থাকি    দেখিতাম মেলি আঁখি
           পলে পলে প্রেমের মরণ।
      তুমি তো আপনা হতে    এসেছ বিদায় ল’তে—
           সেই ভালো, তবে তুমি যাও।
      যে প্রেমেতে এত ভয়    এত দুঃখ লেগে রয়
           সে বন্ধন তুমি ছিঁড়ে দাও।

 

      আমি রহি এক ধারে,    তুমি যাও পরপারে,
                মাঝখানে বহুক বিস্মৃতি—
    একেবারে ভুলে যেয়ো,   শতগুণে ভালো সেও,
                ভালো নয় প্রেমের বিকৃতি।
      কে বলে যায় না ভোলা!    মরণের দ্বার খোলা,