নগরসংগীত

কোথা গেল সেই মহান শান্ত

নব নির্মল শ্যামলকান্ত

উজ্জ্বলনীলবসনপ্রান্ত

    সুন্দর শুভ ধরণী।

আকাশ আলোকপুলকপুঞ্জ,

ছায়াসুশীতল নিভৃত কুঞ্জ,

কোথা সে গভীর ভ্রমরগুঞ্জ,

    কোথা নিয়ে এল তরণী।

ওই রে নগরী — জনতারণ্য,

শত রাজপথ, গৃহ অগণ্য,

কতই বিপণি, কতই পণ্য

     কত কোলাহলকাকলি।

কত-না অর্থ কত অনর্থ

আবিল করিছে স্বর্গমর্ত,

তপনতপ্ত ধূলি-আবর্ত

    উঠিছে শূন্য আকুলি।

সকলি ক্ষণিক, খণ্ড, ছিন্ন —

পশ্চাতে কিছু রাখে না চিহ্ন,

পলকে মিলিছে পলকে ভিন্ন

    ছুটিছে মৃত্যু-পাথারে।

করুণ রোদন কঠিন হাস্য,

প্রভূত দম্ভ বিনীত দাস্য,

ব্যাকুল প্রয়াস, নিষ্ঠুর ভাষ্য,

    চলিছে কাতারে কাতারে।

স্থির নহে কিছু নিমেষমাত্র,

চাহে নাকো কিছু প্রবাসযাত্র,

বিরামবিহীন দিবসরাত্র

    চলিছে আঁধারে আলোকে।

কোন্‌ মায়ামৃগ কোথায় নিত্য

স্বর্ণঝলকে করিছে নৃত্য