চিত্রা

নিখিল গগন কাঁপিছে তোমার

    পরশরসতরঙ্গে।

হাসিমাখা তব আনত দৃষ্টি

আমারে করিছে নূতন সৃষ্টি

অঙ্গে অঙ্গে অমৃতবৃষ্টি

    বরষি করুণাভরে।

নিবিড় গভীর প্রেম-আনন্দ

বাহুবন্ধনে করেছে বন্ধ,

মুগ্ধ নয়ন হয়েছে অন্ধ

    অশ্রুবাষ্পথরে।

নাহিকো অর্থ, নাহিকো তত্ত্ব,

নাহিকো মিথ্যা, নাহিকো সত্য,

আপনার মাঝে আপনি মত্ত —

    দেখিয়া হাসিবে বুঝি।

আমি হতে তুমি বাহিরে আসিবে,

    ফিরিতে হবে না খুঁজি।

 

 

যদি কৌতুক রাখ চিরদিন

    ওগো কৌতুকময়ী,

যদি অন্তরে লুকায়ে বসিয়া

    হবে অন্তরজয়ী,

তবে তাই হোক। দেবী, অহরহ

জনমে জনমে রহো তবে রহো,

নিত্যমিলনে নিত্যবিরহ

    জীবনে জাগাও প্রিয়ে।

নব নব রূপে — ওগো রূপময়,

লুণ্ঠিয়া লহো আমার হৃদয়,

কাঁদাও আমারে, ওগো নির্দয়,

    চঞ্চল প্রেম দিয়ে।

কখনো হৃদয়ে কখনো বাহিরে,

কখনো আলোকে কখনো তিমিরে,