চিত্রা

কভু বা স্বপনে কভু সশরীরে

    পরশ করিয়া যাবে —

বক্ষোবীণায় বেদনার তার

এইমতো পুন বাঁধিব আবার,

পরশমাত্রে গীতঝংকার

    উঠিবে নূতন ভাবে।

এমনি টুটিয়া মর্মপাথর

ছুটিবে আবার অশ্রুনিঝর,

জানি না খুঁজিয়া কী মহাসাগর

    বহিয়া চলিবে দূরে।

বরষ বরষ দিবসরজনী

অশ্রুনদীর আকুল সে ধ্বনি

রহিয়া রহিয়া মিশিবে এমনি

    আমার গানের সুরে।

যত শত ভুল করেছি এবার

সেইমতো ভুল ঘটিবে আবার —

ওগো মায়াবিনী, কত ভুলাবার

    মন্ত্র তোমার আছে!

আবার তোমারে ধরিবার তরে

ফিরিয়া মরিব বনে প্রান্তরে,

পথ হতে পথে, ঘর হতে ঘরে

    দুরাশার পাছে পাছে।

এবারের মতো পুরিয়া পরান

তীব্র বেদনা করিয়াছি পান,

সে সুরা তরল অগ্নিসমান

    তুমি ঢালিতেছ বুঝি!

আবার এমনি বেদনার মাঝে

    তোমারে ফিরিব খুঁজি।