চিত্রা

মূর্ছনাভরে গীতঝংকার

    ধ্বনিছ মর্মমাঝে?

আমার মাঝারে করিছ রচনা

অসীম বিরহ, অপার বাসনা,

কিসের লাগিয়া বিশ্ববেদনা

    মোর বেদনায় বাজে?

মোর প্রেমে দিয়ে তোমার রাগিণী

কহিতেছ কোন্‌ অনাদি কাহিনী,

কঠিন আঘাতে ওগো মায়াবিনী

    জাগাও গভীর সুর।

হবে যবে তব লীলা-অবসান,

ছিঁড়ে যাবে তার, থেমে যাবে গান,

আমারে কি ফেলে করিবে প্রয়াণ

    তব রহস্যপুর?

জ্বেলেছ কি মোরে প্রদীপ তোমার

করিবারে পূজা কোন্‌ দেবতার

রহস্য-ঘেরা অসীম আঁধার

    মহামন্দিরতলে?

নাহি জানি তাই কার লাগি প্রাণ

মরিছে দহিয়া নিশিদিনমান,

যেন সচেতন বহ্নিসমান

    নাড়ীতে নাড়ীতে জ্বলে।

অর্ধনিশীথে নিভৃতে নীরবে

এই দীপখানি নিবে যাবে যবে

বুঝিবে কি, কেন এসেছিনু ভবে,

    কেন জ্বলিলাম প্রাণে?

কেন নিয়ে এলে তব মায়ারথে

তোমার বিজন নূতন এ পথে,

কেন রাখিলে না সবার জগতে

    জনতার মাঝখানে?

জীবন-পোড়ানো এ হোম-অনল

সেদিন কি হবে সহসা সফল?