লেখন

দেবমন্দির-আঙিনাতলে শিশুরা করেছে মেলা।

দেবতা ভোলেন পূজারি-দলে, দেখেন শিশুর খেলা॥              ১৪

 

তোমার বনে ফুটেছে শ্বেত করবী,

    আমার বনে রাঙা,

দোঁহার আঁখি চিনিল দোঁহে নীরবে

    ফাগুনে ঘুম-ভাঙা॥                                         ১৫

 

আকাশ ধরারে বাহুতে বেড়িয়া রাখে,

তবুও আপনি অসীম সুদূরে থাকে॥                             ১৬

 

          দূর এসেছিল কাছে —

ফুরাইলে দিন, দূরে চলে গিয়ে আরো সে নিকটে আছে।         ১৭

 

          ওগো অনন্ত কালো,

          ভীরু এ দীপের আলো,

তারি ছোট ভয় করিবারে জয় অগণ্য তারা জ্বালো॥             ১৮

 

আমার বাণীর পতঙ্গ গুহাচর

    আয় গহ্বর ছেড়ে —

গোধূলিতে এল শেষ যাত্রার অবসর,

    হারিয়ে যা পাখা নেড়ে॥                                  ১৯

 

দাঁড়ায়ে গিরি শির

                 মেঘে তুলে,

দেখে না সরসীর

                 বিনতি।

অচল উদাসীর

                 পদমূলে

ব্যাকুল রূপসীর

                 মিনতি॥                                    ২০