লেখন

ভাসিয়ে দিয়ে মেঘের ভেলা

খেলেন আলো-ছায়ার খেলা,

       শিশুর মতো শিশুর সাথে

       কাটান হেসে প্রভাত বেলা॥                               ২১

 

       মেঘ সে বাষ্পগিরি,

       গিরি সে বাষ্পমেঘ,

কালের স্বপ্নে যুগে যুগে ফিরি ফিরি

       এ কিসের ভাবাবেগ॥                                      ২২

 

চান ভগবান প্রেম দিয়ে তাঁর         

            গড়া হবে দেবালয়,

মানুষ আকাশে উঁচু করে   তোলে

            ইঁট পাথরের জয়॥                                    ২৩

 

শিখারে কহিল হাওয়া,

            ‘তোমারে তো চাই পাওয়া।’

যেমনি জিনিতে চাহিল ছিনিতে

            নিবে গেল দাবি-দাওয়া॥                             ২৪

 

দুই তীরে তার বিরহ ঘটায়ে

            সমুদ্র করে দান

অতল প্রেমের অশ্রুজলের গান॥                                  ২৫

 

তারার দীপ জ্বালেন যিনি

            গগনতলে

থাকেন চেয়ে ধরার দীপ

            কখন জ্বলে॥                                      ২৬

 

মোর গানে গানে, প্রভু আমি পাই পরশ তোমার,

নির্ঝরধারায় শৈল যেমন পরশে পারাবার॥                       ২৭