দান

           ভেবেছিলাম চেয়ে নেব,

                চাই নি সাহস করে—

           সন্ধেবেলায় যে মালাটি

           গলায় ছিলে পরে—

    আমি        চাই নি সাহস করে।

           ভেবেছিলাম সকাল হলে

           যখন পারে যাবে চলে

           ছিন্ন মালা শয্যাতলে

                রইবে বুঝি পড়ে।

           তাই আমি কাঙালের মতো

                এসেছিলেম ভোরে—

    তবু         চাই নি সাহস করে।

           এ তো মালা নয় গো, এ যে

                তোমার তরবারি।

           জ্বলে ওঠে আগুন যেন,

                বজ্র - হেন ভারী—

   এ যে         তোমার তরবারি।

           তরুণ আলো জানলা বেয়ে

           পড়ল তোমার শয়ন ছেয়ে,

           ভোরের পাখি শুধায় গেয়ে

                ‘ কী পেলি তুই নারী '।

           নয় এ মালা, নয় এ থালা,

                গন্ধজলের ঝারি,

    এ যে        ভীষণ তরবারি।

 

           তাই তো আমি ভাবি বসে

                এ কী তোমার দান।

           কোথায় এরে লুকিয়ে রাখি

                 নাই যে হেন স্থান।

    ওগো,       এ কী তোমার দান।