খেয়া

           শক্তিহীনা মরি লাজে,

           এ ভূষণ কি আমায় সাজে।

           রাখতে গেলে বুকের মাঝে

                ব্যথা যে পায় প্রাণ।

           তবু আমি বইব বুকে

                এই বেদনার মান—

    নিয়ে         তোমারি এই দান।

 

           আজকে হতে জগৎমাঝে

               ছাড়ব আমি ভয়,

           আজ হতে মোর সকল কাজে

               তোমার হবে জয়—

    আমি       ছাড়ব সকল ভয়।

           মরণকে মোর দোসর করে

           রেখে গেছ আমার ঘরে,

           আমি তারে বরণ ক'রে

                  রাখব পরান - ময়।

           তোমার তরবারি আমার

                করবে বাঁধন ক্ষয়।

    আমি        ছাড়ব সকল ভয়।

 

          তোমার লাগি অঙ্গ ভরি

                করব না আর সাজ।

          নাই - বা তুমি ফিরে এলে

                ওগো হৃদয়রাজ।

    আমি        করব না আর সাজ।

          ধুলায় বসে তোমার তরে

          কাঁদব না আর একলা ঘরে,

          তোমার লাগি ঘরে - পরে

                মানব না আর লাজ।

          তোমার তরবারি আমায়

                সাজিয়ে দিল আজ,

    আমি       করব না আর সাজ।