বাল্মীকিপ্রতিভা
দস্যুগণের প্রবেশ
দস্যুগণ।
আর না, আর
না, এখানে আর না–
আয় রে সকলে চলিয়া যাই।
ধনুক বাণ ফেলেছে রাজা,
এখানে কেমনে থাকিব ভাই!
চল্ চল্ চল্
এখনি যাই॥
বাল্মীকির প্রবেশ
দস্যুগণ।
তোর দশা,
রাজা, ভালো তো নয়–
রক্তপাতে পাস রে ভয়–
লাজে মোরা মরে যাই।
পাখিটি মারিলে কাঁদিয়া খুন,
না জানি কে তোরে করিল গুণ–
হেন কভু দেখি নাই॥
স্বরলিপি
দস্যুগণের প্রস্থান
পঞ্চম দৃশ্য
বাল্মীকি।
জীবনের কিছু হল না হায়–
হল না গো হল না, হায় হায়।
গহনে গহনে কত আর ভ্রমিব নিরাশার এ আঁধারে।
শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,
পারি না গো, পারি না আর।
কী লয়ে এখন ধরিব জীবন, দিবসরজনী চলিয়া যায়–
দিবসরজনী চলিয়া যায়–
কত কী করিব বলি কত উঠে বাসনা,
কী করিব জানি না গো।
সহচর ছিল যারা ত্যেজিয়া গেল তারা। ধনুর্বাণ ত্যেজেছি,
কোনো আর নাহি কাজ–
‘ কী করি কী করি' বলি হাহা করি ভ্রমি গো–
কী করিব জানি না যে॥
স্বরলিপি