ছেলেভুলানো ছড়া : ২
     ৬৯
ধুলায় ধূসর নন্দকিশোর,
ধুলা মেখেছে গায়।
ধুলা ঝেড়ে কোলে করো
সোনার জাদুরায়॥

 
      ৭০
খোকা আমাদের কই-
জেলে ভাসে খই।
শুকোলো বাটার পান
অম্বল হল দই॥

 
         ৭১
খোকো খোকো ডাক পাড়ি।
খোকো বলে মা শাক তুলি॥
মরুক মরুক শাক তোলা।
খোকো খাবে দুধকলা॥

 
          ৭২
আমার খোকো যাবে গাই চরাতে
গায়ের নাম হাসি।
আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব
মোহন-চুড়া বাঁশি॥

 
           ৭৩
খোকোর আমার নিদন্তের হাসি
আমি বড়োই ভালোবাসি॥

 
        ৭৪
খোকো যাবে নায়ে
লাল জুতুয়া পায়ে।
পাঁচ-শো টাকার মল্‌মলি থান