প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
এ দিকে শিশুকন্যা টিমিমণি, নবীনের সহিত তাঁহার ভ্রাতৃবধূর সম্বন্ধ, নবীনের রাঙা মা- এগুলিও লেখক বড়ো সরল এবং সরস সুমিষ্টভাবে ফুটাইয়া তুলিয়াছেন।
লেখক ধারাবাহিক গল্পের প্রতি বড়ো-একটা দৃষ্টিপাত করেন নাই – আমরাও গল্পের জন্য বিশেষ লালায়িত নাই। আমরা একজন রীতিমত মানুযের আনন্দজনক বিশ্বাসজনক জীবনবৃত্তান্ত চাহি – নশিপুর গ্রামে তর্কভুষণ-পরিবারের আদ্যোপান্ত বিবরণ শুনিয়া যাইতে অমাদের কিছুমাত্র শ্রান্তিবোধ হইত না; কারন, তর্কভূষণ অমাদের হৃদয় আকর্ষণ করিতে পারিয়াছেন। কিন্ত লেখক দুইখানি বাহির পাতা পরস্পর উল্টাপাল্টা করিয়া দিয়া একসঙ্গে বাঁধাইয়া দপ্তরির অন্ন মারিয়ছেন এবং পাঠকদিগের রসভঙ্গ করিয়াছেন, এ আক্ষেপ আমরা কিছুতেই ভুলিতে পারিব না।