প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
ভৃত্য। (আদিত্যের কানে কানে) সরলা দিদিমণি এসেছেন।
আদিত্য। সরলা এসেছে।
নীরজা। (চোখ ঈষৎ মেলে আদিত্যকে) তুমি যাও।
ঠাকুরপো।
পারলুম না, পারলুম না, দিতে পারব না, পারব না।
জায়গা হবে না তোর রাক্ষসী, জায়গা হবে না। আমি থাকব, থাকব, থাকব।
পালা, পালা, পালা এখনি, নইলে দিনে দিনে শেল বিঁধব তোর বুকে—শুকিয়ে ফেলব তোর রক্ত।