প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
রোশনি। চিঠি।
নীরজা। ও কী, ও কার চিঠি?
আদিত্য। (একটু চুপ করে থেকে) টেলিগ্রাম এসেছে!
নীরজা। কিসের টেলিগ্রাম?
আদিত্য। মেয়াদ শেষ হবার আগেই সরলা ছাড়া পেয়েছে।
নীরজা। ছাড়া পেয়েছে? দেখি। (টেলিগ্রাম হাতে নিয়ে) তা হলে তো আর দেরি নেই। এখনি আসবে।
ওকে নিশ্চয় এনো আমার কাছে। (বলতে বলতে মূর্ছার উপক্রম)
আদিত্য। ও কী! কী হল নীরু! নার্স, ডাক্তার আছেন?
নার্স। আছেন বাইরের ঘরে।
আদিত্য। এখনি নিয়ে এসো, এই যে ডাক্তার।
এইমাত্র বেশ সহজ শরীরে কথা বলছিল, বলতে বলতে অজ্ঞান হয়ে গেল।
নীরজা। ডাক্তার, আমাকে বাঁচাতেই হবে। সরলাকে না দেখে যেতে পারব না, ভালো হবে না তাতে। আশীর্বাদ করব তাকে। শেষ আশীর্বাদ।
ঠাকুরপো, কথা রাখব, কৃপণের মতো মরব না।
কখন আসবে সরলা?
(থেকে থেকে ডেকে ওঠে) রোশনি।
রোশনি। কী খোঁখী?
নীরজা। ঠাকুরপোকে ডেকে দে এক্ষুনি।
(এক-একবার আপনি বলে ওঠে—) কী হবে আমার, ঠাকুরপো! দেব দেব দেব, সব দেব।