শ্যামা

  চোর চাই যে ক'রেই হোক্‌

হোক-না সে যেই-কোনো লোক ;

নহিলে মোদের যাবে মান।

  শ্যামা। নির্দোষী বিদেশীর রাখো প্রাণ

দুই দিন মাগিনু সময়।

  প্রহরী। রাখিব তোমার অনুনয় ;

দুই দিন কারাগারে রবে

তার পর যা হয় তা হবে।

বজ্রসেন। এ কী খেলা, হে সুন্দরী,

কিসের এ কৌতুক।

কেন দাও অপমান-দুখ,

মোরে নিয়ে কেন,

কেন এ কৌতুক।

  শ্যামা।  নহে নহে, নহে এ কৌতুক।

মোর অঙ্গের স্বর্ণ-অলঙ্কার

সঁপি দিয়া, শৃঙ্খল তোমার

নিতে পারি নিজ দেহে।   তব অপমানে

মোর অন্তরাত্মা আজি অপমান মানে।

বজ্রসেন।  কোন্‌ অযাচিত আশার আলো

দেখা দিল রে তিমির রাত্রি ভেদি

দুর্দিন দুর্যোগে,

কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি।

অচেনা নির্মম ভুবনে

দেখিনু এ কী সহসা

কোন্‌ অজানার সুন্দর মুখে সান্ত্বনা হাসি॥