প্রেম
৩৭৬
সখী, বলো দেখি লো,
নিরদয় লাজ
তোর টুটিবে কি লো।
চেয়ে আছি,
ললনা–
মুখানি
তুলিবি কি লো,
ঘোমটা
খুলিবি কি লো,
আধফোটা
অধরে হাসি ফুটিবে কি লো॥
শরমের মেঘে
ঢাকা বিধুমুখানি–
মেঘ টুটে
জোছনা ফুটে উঠিবে কি লো।
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো–
তবে ঘোমটা খোলো,
মুখটি তোলো, আঁখি মেলো লো॥