প্রেম
৩৪১
             কোন্‌ অযাচিত   আশার আলো
 দেখা দিল রে তিমিররাত্রি ভেদি   দুর্দিনদুর্যোগে–
       কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি।
             অচেনা নির্মম ভুবনে দেখিনু একি সহসা–
                  কোন্‌ অজানার সুন্দর মুখে সান্ত্বনাহাসি॥