প্রেম
৩৩৮
          নীরবে থাকিস, সখী,   ও তুই   নীরবে থাকিস।
              তোর  প্রেমেতে আছে যে কাঁটা
          তারে   আপন বুকে বিঁধিয়ে রাখিস॥
দয়িতেরে দিয়েছিলি সুধা,   আজিও তাহার মেটে নি ক্ষুধা
              এখনি তাহে মিশাবি কি বিষ।
          যে জ্বলনে তুই মরিবি মরমে মরমে
                কেন তারে বাহিরে ডাকিস॥