প্রেম
২২৯
        আমার আপন গান আমার অগোচরে    আমার মন হরণ করে,
            নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
        ওই-যে দূরে কূলে কূলে     ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে–
            সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
   কোথায় তুমি মম অজানা সাথি
       কাটাও বিজনে বিরহরাতি,
           এসো এসো উধাও পথের যাত্রী–
                তরী আমার টলোমলো  ভরা জোয়ারে॥