প্রেম
১৭৯
না রে, না রে, ভয় করব
না বিদায়বেদনারে।
আপন সুধা দিয়ে ভরে দেব তারে॥
চোখের জলে সে যে নবীন
রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে,
পরব বুকের হারে॥
নয়ন হতে তুমি আসবে
প্রাণে, মিলবে তোমার বাণী আমার
গানে গানে।
বিরহব্যথায় বিধুর
দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে
এ মোর সাধনা রে॥