প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
                
ওলো সই, ওলো সই,
       তোদের আছে
মনের কথা, আমার আছে কই।
    আমি  কী বলিব, কার কথা
,   কোন্ সুখ, কোন্ ব্যথা –
         
নাই কথা, তবু সাধ শত কথা কই॥
                
ওলো সই, ওলো সই,
    তোদের  এত কী বলিবার আছে ভেবে অবাক হই।
    আমি   একা বসি সন্ধ্যা
হলে  আপনি ভাসি নয়নজলে,
     
     কারণ কেহ শুধাইলে নীরব
হয়ে রই॥