প্রকৃতি
৪৯
        ভেবেছিলেম আসবে ফিরে,
তাই    ফাগুনশেষে দিলেম বিদায়।
তুমি    গেলে ভাসি নয়ননীরে
এখন   শ্রাবণদিনে মরি দ্বিধায়॥
এখন   বাদল-সাঁঝের অন্ধকারে   আপনি কাঁদাই আপনারে,
একা   ঝরোঝরো বারিধারে   ভাবি  কী ডাকে ফিরাব তোমায়॥
        যখন থাকি আঁখির কাছে
        তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।
সেই    ভরা দিনের ভরসাতে   চাই বিরহের ভয় ঘোচাতে,
তবু     তোমা-হারা বিজন রাতে
কেবল   হারাই হারাই বাজে হিয়ায়॥