পূজা
                      
৫২২
          
মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে!
          
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে॥
       
গর্ব  সব টুটিয়া  মূর্ছি পড়ে লুটিয়া,
       
সকল মম দেহ মন বীণাসম বাজে॥
          
একি পুলকবেদনা বহিছে মধুবায়ে!
          
কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।
            
পলক নাহি নয়নে,  হেরি না কিছু ভুবনে–
            
নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে॥