পূজা
                    ৪৪৮

             ইচ্ছা যবে হবে লইয়ো পারে,
           পূজাকুসুমে রচিয়া অঞ্জলি
         আছি ব’সে ভবসিন্ধু-কিনারে॥
             যত দিন রাখ তোমা মুখ চাহি
               ফুল্লমনে রব এ সংসারে॥
             ডাকিবে যখনি তোমার সেবকে
               দ্রুত চলি যাইব ছাড়ি সবারে॥