প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
দেখো চেয়ে তব সহস্র
সন্তান লাজে নতশির, ভয়ে কম্পমান,
কাঁদিছে
সহিছে শত অপমান— লাজ মান আর থাকে না।
হীনতা লয়েছে মাথায়
তুলিয়া, তোমারেও তাই গিয়াছে ভুলিয়া,
দয়ময় ব’লে
আকুলহৃদয়ে তোমারেও তারা ডাকে না।
তুমি চাও পিতা, তুমি চাও চাও
। এ হীনতা-পাপ এ দুঃখ ঘুচাও।
ললাটের
কলঙ্ক মুছাও মুছাও— নহিলে এ দেশ থাকে না।
তুমি যবে ছিলে এ
পুণ্যভবনে কী সৌরভসুধা বহিত পবনে,
কী
আনন্দগান উঠিত গগনে, কী প্রতিভাজ্যোতি ঝলিত।
ভারত-অরণ্যে ঋষিদের গান অনন্তসদনে করিত প্রয়াণ—
তোমারে
চাহিয়া পুণ্যপথ দিয়া সকলে মিলিয়া চলিত।
আজি কী হয়েছে! চাও
পিতা, চাও। এ তাপ এ পাপ এ দুখ ঘুচাও।
মোরা তো রয়েছি তোমারি সন্তান
যদিও হয়েছি পতিত॥