পূজা

              ২৮৮

               নিশিদিন চাহো রে তাঁর পানে।
               বিকশিবে প্রাণ তাঁর গুণগানে॥
               হেরো রে অন্তরে সে মুখ সুন্দর,
               ভোলো দুঃখ তাঁর প্রেমমধুপানে॥