পূজা

              ২৮৫

        তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশে–
        হৃদয়নাথ, তিমিররজনী-অবসানে হেরি তোমারে।
        ধীরে ধীরে বিকাশো হৃদয়গগনে বিমল তব মুখভাতি॥