প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
              ২৬৯
      আজি   নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে?
      ঘন    সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে?।
      কত   নীরব বিহঙ্গকুলায়ে
            মোহন অঙ্গুলি বুলায়ে– জাগে, কে জাগে?
      কত   অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে?
      এই    অপার অম্বরপাথারে
            স্তম্ভিত গম্ভীর আঁধারে–জাগে, কে জাগে?
      মম    গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে?।