পূজা
২৪১
            ওরে  ভীরু, তোমার  হাতে নাই  ভুবনের ভার।
            হালের  কাছে মাঝি আছে , করবে নদী  পার॥
            তুফান  যদি এসে থাকে  তোমার কিসের  দায়–
            চেয়ে  দেখো ঢেউয়ের  খেলা, কাজ কী  ভাবনায়?
            আসুক-নাকো  গহন রাতি, হোক-না  অন্ধকার–
            হালের  কাছে মাঝি আছে , করবে নদী  পার॥
            পশ্চিমে  তুই তাকিয়ে  দেখিস মেঘে  আকাশ ডোবা,
            আনন্দে  তুই পুবের  দিকে দেখ্-না  তারার শোভা।
            সাথি  যারা আছে তারা  তোমার আপন  ব’লে
            ভাবো  কি তাই রক্ষা  পাবে তোমারি  ওই কোলে?
            উঠবে  রে ঝড়, দুলবে  রে বুক, জাগবে  হাহাকার–
            হালের  কাছে মাঝি আছে , করবে তরী  পার॥