প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
               ২২৪
          আরো  আঘাত সইবে  আমার, সইবে  আমারো।
            আরো  কঠিন সুরে  জীবন-তারে  ঝঙ্কারো॥
        যে রাগ  জাগাও আমার  প্রাণে    বাজে নি তা চরম  তানে,
            নিঠুর  মূর্ছনায় সে  গানে মূর্তি  সঞ্চারো॥
            লাগে  না গো কেবল  যেন কোমল  করুণা,
            মৃদু  সুরের খেলায় এ  প্রাণ ব্যর্থ  কোরো না।
        জ্ব’লে  উঠুক সকল  হুতাশ,   গর্জি  উঠুক সকল  বাতাস,
            জাগিয়ে  দিয়ে সকল আকাশ  পূর্ণতা  বিস্তারো॥