| প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |  |   | 
              ১৮৮
             এ  আবরণ ক্ষয় হবে  গো ক্ষয় হবে,
               এ  দেহমন  ভূমানন্দময়  হবে॥
             চক্ষে  আমার মায়ার  ছায়া টুটবে গো,
             বিশ্বকমল  প্রাণে আমার  ফুটবে গো,
               এ  জীবনে তোমারি,  নাথ, জয় হবে॥
             রক্ত  আমার  বিশ্বতালে  নাচবে যে,
             হৃদয়  আমার বিপুল  প্রাণে  বাঁচবে যে।
               কাঁপবে  তোমার আলো-বীণার  তারে সে,
               দুলবে  তোমার  তারামণির  হারে সে,
                 বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে॥