প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার | 
						
							 | 
						
							 | 
					
               ১৮০
                   জাগিতে  হবে রে–
                 মোহনিদ্রা  কভু না রবে  চিরদিন,
               ত্যজিতে  হইবে সুখশয়ন  অশনিঘোষণে॥
                 জাগে  তাঁর  ন্যায়দণ্ড  সর্বভুবনে,
                 ফিরে  তাঁর কালচক্র  অসীম গগনে,
                 জ্বলে  তাঁর  রুদ্রনেত্র  পাপতিমিরে॥