পূজা
১২৬

          বরিষ ধরা-মাঝে শান্তির বারি।
              শুষ্ক হৃদয় লয়ে   আছে দাঁড়াইয়ে
                 ঊধর্বমুখে নরনারী॥
              না থাকে অন্ধকার,   না থাকে মোহপাপ,
                 না থাকে শোকপরিতাপ।
              হৃদয় বিমল হোক,   প্রাণ সবল হোক,
                 বিঘ্ন দাও অপসারি॥
              কেন এ হিংসাদ্বেষ,  কেন এ ছদ্মবেশ,
                 কেন এ মান-অভিমান।
              বিতর’ বিতর’ প্রেম   পাষাণহৃদয়ে,
                 জয় জয় হোক তোমারি॥