পরিশিষ্ট ২
ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর।
মোর অনুনয়ে তব চুরি-অপবাদ
নিজ’পরে লয়ে সঁপেছে আপন প্রাণ।
এ জীবনে মম, ওগো সর্বোত্তম,
সর্বাধিক মোর এই পাপ
তোমার লাগিয়াৼ
বজ্রসেন। কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা,
জীবনে পাবি না শান্তি।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড়
বজ্র-আঘাতে।
কোথা তুই লুকাবি মুখ
মৃত্যু-আঁধারেৼ
শ্যামা।
ক্ষমা কর নাথ, ক্ষমা করো।
এ পাপের যে অভিসম্পাত
হোক বিধাতার হাতে নিদারুণতর।
তুমি ক্ষমা করোৼ
বজ্রসেন।
এ জন্মের লাগি
তোর পাপমূল্যে কেনা মহাপাপভাগী
এ জীবন করিলি ধিক্কৃত।
কলঙ্কিনী,
ধিক্ নিশ্বাস মোর তোর কাছে ঋণীৼ
শ্যামা। তোমার কাছে দোষ করি নাই,
দোষ করি
নাই,
দোষী আমি বিধাতার পায়ে;
তিনি করিবেন রোষ—
সহিব নীরবে।
তুমি যদি না করো দয়া
সবে না, সবে না,সবে নাৼ
বজ্রসেন। তবু ছাড়িবি নে মোরে?
শ্যামা।
ছাড়িব না, ছাড়িব না।
তোমা লাগি পাপ নাথ,
তুমি করো মর্মাঘাত।
ছাড়িব নাৼ