শৈশবসঙ্গীত
    কাঁদিয়া হতেছে সারা!
সহসা খুলিল কারাগারদ্বার,
    বালিকা সভয় অতি—
কঠোর কটাক্ষ হানিতে হানিতে
    বিজয় পশিল তথি।
অসি হতে ঝরে শোণিতের ফোঁটা,
    শোণিতে মাখানো বাস,
শোণিতে মাখানো মুখের মাঝারে
    ফুটে নিদারুণ হাস!
অবাক্‌ বালিকা— বিজয় তখন
    কহিল গভীর রবে,
“সমরবারতা শুনেছ কুমারী?    
    সে কথা শুনিবে তবে?”
“বুঝেছি— বুঝেঝি, জেনেছি— জেনেছি!
    বলিতে হবে না আর—
না— না, বল বল— শুনিব সকলি
    যাহা আছে শুনিবার।
এই বাঁধিলাম পাষাণে হৃদয়,
    বল কি বলিতে আছে!
যত ভয়ানক হোক না সে কথা
    লুকায়ো না মোর কাছে!”
“শুন তবে বলি” কহিল বিজয়
    তুলি অসি খরধার,
“এই অসি দিয়ে বধি রণধীরে
    হরেছি ধরার ভার!”
“পামর, নিদয়, পাষাণ, পিশাচ!”—
    মূরছি পড়িল লীলা!
অলীক বারতা কহিয়া বিজয়
    কারা হ’তে বাহিরিলা।
সমরের ধ্বনি থামিল ক্রমশঃ,