শৈশবসঙ্গীত
মাধবী ফুটেছে, শুধাই উহারে
    বলিতে যদি সে পারে।
বেগে উথলিয়া পড়িছে নিঝর—
    ফেনগুলি ধরি ধরি
ফুলশিশুগণ করিতেছে খেলা
    রাশ রাশ করি করি!
আপনার ছায়া ধরিবারে গিয়া
    না পেয়ে হাসিয়া উঠে—
হাসিয়া হাসিয়া হেথায় হোথায়
    নাচিয়া খেলিয়া ছুটে!
ওগো ফুলশিশু! খেলিছ হোথায়
    শুধাই তোমার কাছে,
অশোকবালকে দেখেছ কোথাও,
    অশোক হেথা কি আছে?
এখানেও নাই, এস তবে, কবি,
    কুসুমে খুঁজিয়া দেখি—
ওই যে ওখানে গোলাপ ফুটিয়া
    হোথায় রয়েছে— এ কি?
এ কি গো ঘুমায়— হেথায়— হেথায়—
    মুদিয়া দুইটি আঁখি,
গোলাপের কোলে মাথাটি সঁপিয়া
    পাতায় দেহটি রাখি!
এই আমাদের অশোকবালক
    ঘুমায়ে রয়েছে হেথা!
দুখিনী ব্যাকুলা মালতীবালিকা
    খুঁজিয়া বেড়ায় কোথা?
চল চল, কবি, চল দুই জনে
    মালতীরে ডেকে আনি,
হরষে এখনি উঠিবে নাচিয়া
    কাতরা কুসুমরাণী!
            ...