শৈশবসঙ্গীত
গান
দেখে যা— দেখে যা— দেখে যা লো তোরা
        সাধের কাননে মোর
আমার     সাধের কুসুম উঠেছে ফুটিয়া,
মলয় বহিছে সুরভি লুটিয়া রে—
হেথা    জ্যোছনা ফুটে   তটিনী ছুটে
        প্রমোদে কানন ভোর।
আয় আয় সখি, আয় লো, হেথা
দুজনে কহিব মনের কথা,
তুলিব কুসুম দুজনে মিলি রে—
সুখে   গাঁথিব মালা,   গণিব তারা,
        করিব রজনী ভোর!
এ কাননে বসি গাহিব গান,
সুখের স্বপনে কাটাব প্রাণ,
খেলিব দুজনে মনেরি খেলা রে—
প্রাণে    রহিবে মিশি    দিবস নিশি
        আধো আধো ঘুমঘোর!