শৈশবসঙ্গীত
কোথায় অবোধ কুসুমবালক
    গিয়েছে বিষাদভরে!
কুসুমে কুসুমে পাতায় পাতায়
    খুঁজিয়া বেড়ায় সকলে মিলি—
কি হবে— কোথাও নাহিক অশোক!
    কোথায় বালক গেল রে চলি!

কহে কলপনা, “খুঁজি চল গিয়া
    অশোক গিয়াছে কোথা—
সুমুখে শোভিছে কুসুমকানন
    দেখ দেখি, কবি, হোথা!
ঘার উঁচু করি হোথা গরবিনী
    ফুটেছে ম্যাগ্‌নোলিয়া—
কাননের যেন চোখের সামনে
    রূপরাশি খুলি দিয়া!
সাধাসাধি করে কত শত ফুল
    চারি দিকে হেথা হোথা—
মুচকিয়া হাসে গরবের হাসি
    ফিরিয়া না কয় কথা!
হ্যাদে দেখ, কবি, সরসীভিতরে
    কমল কেমন ফুটেছে!
এ পাশে ও পাশে পড়িছে হেলিয়া—
    প্রভাতসমীর উঠেছে!
ঘোমটা-ভিতরে লোহিত অধরে
    বিমল কোমল হাসি
সরসী-আলয় মধুর করেছে
    সৌরভ রাশি রাশি!
নিরমল জলে নিরমল রূপে
    পৃথিবী করিছে আলো—
পৃথিবীর প্রেমে তবু নাহি মন,