প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
খরগোসেরা মাটির তলায় গর্তে বাস করে। তিনি মে মাসের প্রথম দিনে বম্বে পৌঁছিয়াছিলেন। এক সময়ে বাংলা দেশে অনেক পর্টুগিজ বাস করিত। ভারতবর্ষের পূর্ব উপকূলে মাদ্রাজ একটি বড়ো শহর। এস্কিমোরা বরফের মধ্যে শীল শিকার করে। আরবেরা উটের উপর মরুভূমিতে চলে।
৫। সংশোধন কর–
You was in school yesterday. The lazy boy do not mean to try. The child’s hands in cold. Your brothers has been in the garden. On the table there was two long pipes. Dogs is very faithful to their masters. There is five pigs in the sky. Don't he run first? A knowledge of languages are often very useful. The number of soldiers were very great.
Ram and his sister were absent from town.
The King and the Queen returned to London.
Ceylon and Japan are two islands.
The boys and the girls were playing in the meadow.
A lion and an ass went out to hunt.
The horse, the sheep and the cow are called domestic animals.
Both the cat and the dog are black.
Both the man and his wife have left the country.
১। অনুবাদ করো এবং tense বদলাও।
২। and, both দিয়া দুই কর্তৃপদকে যোগ করিলে ক্রিয়ার বচনের কি পরিবর্তন হয় তাহা ছাত্রদিগকে ঠিক করিতে হইবে। কর্তা বহুবচন হইলে ক্রিয়াও বহুবচন হয় ইহা ছাত্রদিগকে বিশেষ করিয়া বুঝাইতে হইবে। দুইটি একবচনের কর্ত্তৃপদকে and বা both দিয়া যোগ করিলে তাহারা উভয়ে মিলিয়া যে বহুবচন হয় এবং সেই জন্য ক্রিয়াও বহুবচন হইবে তাহাই বুঝাইতে হইবে।
৩। Conversation –
Who were absent? Ram and his sister were absent. Where were they absent from? They were absent from town. Were they absent from school? No, they were not absent from school; they were absent from town. Were they not absent from town? Yes, they were absent from town. Were they in the town? No, they were not in the town. They were absent from town.
৪। অনুবাদ করো (and এবং both দিয়া দুই প্রকারে অনুবাদ করিতে হইবে)–
রাম এবং তাহার ভাই উভয়েই স্কুলে উপস্থিত ছিল। কাক এবং অন্যান্য পাখিরা বাসার জন্য কাঠি
বহন করিতেছে। কাঠুরিয়া এবং তাহার ভাই উভয়ে মিলিয়া কুড়াল দিয়া কাঠ কাটিতেছে। মা এবং কন্যা